Message from the head of the organization

বাংলাদেশের মানচিত্রে মোরেলগঞ্জ লোকালয় হিসেবে চিহ্নিত হয়েছে ব্রিটিশ শাসন আমলে।রবাট মোরেলের মাধ্যমে। বাংলাদেশের দক্ষিন পশ্চিম উপকুলে বাগেরহাট জেলার পানগুছি নদীর তীরে সুন্দর বনের পাশে মোরেলগঞ্জ উপজেলার অবস্থান। সেদিক থেকে বিবেচনা করলে সভ্যতা তথা প্রগতির দোয়া এ অঞ্চলে খুব বেশি দিনের নয় ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ মুক্ত হলেও এ অঞ্চল বিভিন্নদিক থেকে রয়েছে অবহেলিত। জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিব পৃথিবীর মানচিত্র স্বাধীন সার্থভৌম বাংলাদেশ উপহার দিলে সারা বাংলাদেশর উন্নতির সাথে সাথে মোরেলগঞ্জ ও এসেছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জ্ঞান বিজ্ঞানে উন্নয়ন মোরেলগঞ্জ উপজেলার কৃতি সন্তা,বিশিস্ট শিক্ষাবিদ,বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আই.জি.পি অধ্যাপক ড. আব্দুর রহিম খান পিপিএম তার নিজ এলাকা সন্যাসীতে তাঁর পিতা জনাব আব্দুর রশিদ খান এর নামে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন এ. আর. খান কলেজ। অতি অল্প সময়ের মধ্যে কলেজটি ২০০০ সালে ডিগ্রি কলেজে উন্নীত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সাফল্যের সাথে কলেজটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিম খানের সার্বিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় এইচ, এস, সি ও ডিগ্রি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জন করেছে। বিশেষ করে ২০১২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষায় এই কলেজের ছাত্রী শাম্মী আক্তার সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে যেমন কলেজের মূখউজ্জ্বল করেছে তেমনি আমাদের করেছে জাতীর কাছে গর্বিত। কলেজের ব্যবস্থাপনা, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা, সাংস্কৃতিক কর্মকান্ড সবকিছুই যথাযথভাবে এবং সার্থকতার সাথে পরিচালিত হচ্ছে বলে আমি মনে করি। অত্র এলাকার  সকল শ্রেনীর সাধারন মানুষ ও যথাযত কর্তৃপক্ষের সু-দৃষ্টি থাকলে কলেজটি উচ্চ শিক্ষায় বিশেষ ভ’মিকে রাখবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। 
    
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনির নেতৃত্বে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষার মান উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাইন্স বিল্ডিং প্রদানের পরিকল্পনায় অচিরেই  এ. আর. খান কলেজ একটি ভবন পেলে অভাব পূরন হবে বলে আমরা আশা করি।

প্রায় ৬.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত আমাদের ক্যাম্পাসটি অত্যন্ত মনোরম ও সুন্দর। আছে নারিকেল,সুপারি,আম,জাম,লিচু,পেয়ারা নানা জাতের গাছের সমাহার। খেলার মাঠ,বিশাল পুকুর,সবকিছু মিলিয়ে নির্মল পরিবেশ শিক্ষাবাঙ্গব পরিবেশ শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করছে।